সময়টা এমন খারাপ যে মেয়েদের সামলানো পিতা মাতার উপর কষ্ঠ দায়ক হয়ে যায়। স্কুল কলেজে ধর্ষন নারী নির্যাতন বেয়েই যাচ্ছে । নারী নিরাপত্তা বলতে কিছু নাই যদি বিয়ে হয়ে যায় তবে একটা সাইন বোর্ড থাকে না হয় হয়ত দুর্ভাগ্য তাড়া করে তার জীবনে । এমন কিছু মেয়ে আমি জানি ধর্ষিতা বলে তাদের পদে পদে অপমান সহ্য করতে হয় এবং অন্যরাও সুযোগ নেয় । বর্তমান ডিস ব্যবস্থা মেয়েদের বিভিন দিকে আগহী করে তোলে আর সুযোগ সন্ধানীরা তার সুযোগ খুজে বেড়ায় । যে লেখাপড়া করতে চায় অনেক স্বামী তাকে সামর্থ থাকলে পড়াশোনা করাতে পারে। বিয়ে বয়স এখানে মুখ্য নয় সামাজিক অবক্ষয় মুল কথা এখানে সরকার জোর করছে না আবার অনেকে এর আগেও বিয়ের ব্যবস্থা করে আইনে তোয়াক্কা কজনে কর আর কজনের আইনের কাঠগড়ায় দাড়াবার যোগ্যতা রাখে যদি পরিবার তাকে সঙ্গ না দেয়। ক্যানাডার একটি মেয়ে তাহার সৎ বাবার কারে ধর্ষিত হয় বাচ্ছা বয়সে তার পর তার উপর চলে বিভিন্ন অত্যাচার সে এখন অনেক বড় কিন্তু পুরুষ জাতিকে ঘৃনা করা ছাড়া আর কিছু পায়নি জীবনে । যদিও তার মা জানত সব তার পরেও বলার বা করার কিছু ছিলনা বোধ হয় তাই সহ্য করে যেতে হয়ে ।

Comments

Popular posts from this blog

Freedom

Tenants Association