শহরে বা গ্রামের কর্মজীবি এবং শিক্ষার্থী নারীদের জন্য সহজ কিস্তি এবং কম দামে স্কুটি বরাদ্দের মাধ্যমে যাতায়াত ভোগান্তি থেকে রেহাই পেতে সরকারের সহযোগীতা প্রয়োজন এবং সাথে সাথে বিনা মুল্যে সকলের জন্য প্রশিক্ষন থাকা প্রয়োজন এতে কর্মজীবি নারীরা যেমন রিক্সা , বাস, টোম্পোতে হয়রানির স্বীকার কম হবে তেমনি যাতায়াত খরচ ও সময় কমে আসবে।

Comments