আমি ঘৃনা ভরে জানানোর কোন ভাষা খুজে পাই না যখন শুনি শিক্ষাঙ্গনে আমাদের বোনেরা ধর্ষিত হয় তাও শিক্ষককের কাজে । ছাত্ররা রাজনীতির নামে তাদের ধংস করছে সন্ত্রাসী এবং চাদাবাজীতে । নিজের প্রয়োজনীর নাগরিবক অধিকার মেটাতে ঘুষ প্রদানের প্রয়োজন পরে । ছাত্রীরা শিক্ষিত হতে গিয়ে ধর্ষনের স্বীকার হয় দলীয় ক্যাডারদের হাতে । তার পরও শাহাবাগে বসে কিছু লোক স্বাধীনতার গল্প শোনায় আর রাজাকার খুজে বেড়ায় । প্রতি দিন ধর্ষনের খবর পাই পত্রিকায় আর মিডিয়ায় তার খুন আর গুম অথবা চাদাবাজির ঘটনা কতটা স্বাধীন বা সার্থক দেশে , সমাজ ও সরকার স্বাধীনতা রক্ষায় । অফিসে ঘুস ছাড়ার উপায় নেই , ফুটপাতে হাটারা জায়গা নেই , জমি ক্রয় বিক্রয়ে ভোগান্তি , নিজের জমিতে বাস করে অন্যকে চাদা দিতে হয়, দিতে হয় বাড়ী নির্মানে কখনো আবার নিজের জমি বেদখল হয়ে যায় কোন সন্ত্রাসীর কাছে দখল ছাড়াতে হয়রানীর স্বীকার ভুুমির মালিক ।

Comments

Popular posts from this blog

Freedom

Tenants Association