সুয়ারেজ লাইনের ময়লা নিস্কাশন পদ্ধতিকে ঘুর্নয়মান শক্তিতে রুপান্তর করে বিদ্যুত শক্তিতে রাপান্তর করা যায় এবং বর্জ্যর থেকে পানি আলাদা করে সার হিসাবে জমিতে ব্যবহার করে পানি শোনধনে ব্যবহার উপযোগী করা সম্ভব । বাংলাদেশে পানি সহজলভ্য বলে পানির অপচয় হচ্ছে এমন দেশ আছে গোসলের পানির অভাবে প্রতিদিন গোসল করা সম্ভব হয় না অথাবা প্রয়োজনী কাজ সারতে কষ্ঠকর হয় । বাংলাদেশের গেসলের পানি এবং পান করা ব্যাথিত অন্যান্য পানি নিজস্ব প্লান্টে শোধন করে পুনরায় ব্যবহারকরার উদ্যোগ প্রয়োজন যা পানির অপচ ও ব্যয় কমিয়ে আনবে । এ্যাপার্টমেন্ট গুলোতে এ ধরনের ব্যবস্তা নিলে সাশ্রয়ী হবে বলে আমার ধারনা । যার জন্য আলাদা লাইন এবং একটি আলাদা ট্যাংক বসাতে হবে এবং শোধনে জন্য প্রয়োজনী কার্যক্রম সমাপ্ত করতে হবে ।

Comments

Popular posts from this blog

Freedom

Tenants Association