হায়রে বাংলা ভাষা, যেখান ভাষার জন্য এতো মানুষ শহীদ হয় সেখানে ভাষার উন্নতি কোথায় বিভিন্ন ভাষার মিশ্রনে এই বাংলা ভাষা তার পর অন্য ভাষ সুবিধাদি বাংলায় খুতে পাইনা । বাংলা অনুবাদ বানান চর্চা অবথা ও সি আর যা বাংলার কম্পিউটারের কাজকে সুবিধা দিতে পারে । গুগুলে বাংলা অনুবাদ করলে দেখা যায় অর্থ বুজতে অন্য কারো সাহায্য নিতে হবে । ৪৩ বৎসর স্বাধীন হলেও অনেকে বাংলাদেশের নাম হয়ত শোনেনি । এম অনেক ওয়েব সাইট দেখি যেখানে বাংলার অস্তিত্ত খুজে পাওয়া কষ্ঠ হয় । অামি নিজে সহ অনেকে হয়ত অনেক বাংলা বানান লেখতে কষ্ঠ হয়ে যায় । কোথায় আমাদের বাংলা চর্চা । এতো রাজাকার খুজে বেড়াই কিন্তু ২১শে ফেব্রোয়রীর , ১৬ ডিসেম্বর ও ২৬শে মাচ চলমান সাফল্য সর্বত্র বহন করে । কে বলতে পারে বাংলা মাসের নাম । ১৬ কোটি মানুষের মধ্যে ৬ কোটি মানুষ যদি বলতে পারে সন্দেহ থাকবে। তবে কি ভাষা জন্য যুদ্ধ শুধু মাত্র সময়ের প্রয়োজন মেটায় না ইতিহাস ভিন্ন কিছু বলতে চায় ।

Comments

Popular posts from this blog

Freedom

Tenants Association