খবরে প্রকাশ বাংলাদেশের ওয়ালটন ছড়িয়ে পড়েছে নেপালে কিন্তু বাংলাদেশে অনেকে বাংলাদেশের পন্যটিকে ভালো ভাবে দেখছেন না তারা জেনারেল সাপোর্ট করেন কিন্তু দেশী পন্য বলে এখানে যত তাড়াতাড়ি সাপোর্ট পাওয়া যাবে বিদেশী পন্যের সাপোর্ট বোধ হয় আশা করা যাবে না । আমাদের আশে পাশে যারা পন্যটি ব্যবহার করছে আমার জানা মতে খারাপ রিপোর্ট পাওয়া যায় নাই । ফ্রিজের প্রধানত রাবার বেশী ক্ষতি হয় যা অরিজিনাল পাওয়া কষ্ঠকর যেহেতু ওয়ালট এদেশে উৎপাদন করে সেদিকে খুচরা যন্ত্রাংশ সব সময় পাওয়ার কথা । আমার মতে সকলর এ পন্যকে ব্যবহার করা উত্তম । ফ্রি দালালী করছি দেশী পন্য বলে কারন বিদেশী পন্য আমাদের টাকা পাচার করতে সাহায্য করছে দেশী পন্য যদি কিছু খারাপ মনে করে তবে আমাদের শ্রমিকের কর্মসংস্হান হবে এবং আমাদের অন্য দেশে গোলামীর প্রয়োজন কমে আসবে । যে কোন উৎপাদন অবশ্যই দেশের উন্নয়নে সহায়তা দিবে । পন্যে যদি কোন খারাপ দিক থাকে তাহলে উৎপাদনকারীকে তা অবহিত করে পরিবর্তনে সুযোগ দেওয়া উত্তম যা আমাদেরই সকলের জন্য মঙ্গল ।

Comments

Popular posts from this blog

Freedom

Tenants Association