এবার হয়ত জনগণের কিছু বলা বা করার প্রয়োজন যেখানে কোন রাজনীতি নয় শুধু মাত্র জনগণ শুধু নিজের কথা বা অধিকার প্রতিষ্ঠিত করবেন এবং অধিকার আদায়ের কথা চিন্তা করবে । জনগণের কোন দল নাই একমাত্র দল হতে হবে আমরা বাংলাদেশ এবং এদেশের নাগরিক জন্মসুত্রে অতিত নিয়ে ভাবার সময় আমাদের নাই আমরা বর্তমানকে চাহিদার উপর নির্ভর করে ভবিষ্যত গড়ে তুলতে চাই । সরকার এবং বিভিন্ন রাজনৈতিক দলগুলো আমাদের চাহিদার কতভাগ পুরন করতে পারছেন এবং তা পুরনে কি ভুমিকা রাখছে তা নিয়ে আমাদের ভাবতে হবে। আমাদের জননীতি ও পেটনীতি প্রধান হতে হবে যা ভবিষ্যত সাফল্য প্রদান করবে । বাংলা জনগণকে নিজেদের অধিকার নিয়ে কথা বলার প্রয়োজন সকল রাজনৈতিক মতপার্থক্য ভুল । রাজনীতিআমাদের ধংসই দিতে পারে কোন সাফল্য নয় ।

Comments

Popular posts from this blog