নারী পথ চলতে পরনির্ভরশীলতা কমিয়ে আনার জন্য ড্রাইভিং এবং স্কুটি চালানোর উপর নিভরশী বা প্রশিক্ষন নিলে সফলতা দিতে পারে যা নারীর উন্নয়নে সহযোগীতা করবে । কর্মজীবি ও শিক্ষার্থী নারীরা বাহনের জন্য হয়রানীর স্বীকার হচ্ছে পথে পথে। স্বাধীন পথ চলা নিশ্চিত করতে স্কুটি প্রশিক্ষন এবং স্বল্প মুল্যে কিস্তিতে গ্রহন করার সুযোগ দিলে হয়রানী থেকে রক্ষা পায় দুঃখের বিষয় এতো নারী নেত্রী শুধু মুখেও নারী স্বাধীনতার করা বলে অথচ নারী অন্যের দ্বারা ব্যবহৃত হচ্ছে তার দেখেও না দেখার ভান করছেন এবং নারীকে ব্যবহার করার বিকল্প পথ খুজছে যার নাম তারা দিয়েছে নারীর সমঅধিকার যা নারীকে অসহায় এবং একাকিত্তের দিকে ঠেলে ছিচ্ছে। বস্তুত নারীর জন্য সহযোগীতার হাত বাড়াতে পুরুষরা বেশী সহযোগীতা করে তার নারী অন্য নারীর দোষ খুজতে ব্যস্ত চিরকাল ।

Comments

Popular posts from this blog