যারা রাজাকার খূজে বেড়াচ্ছে তারা কি মুক্তিযোদ্ধা বা তারা কি দেশের উন্নয়নে কোন ভুমিকা রাখছেন । তবে কেন তারা ঘুস , খুন , চাদাবাজি , ধর্ষন , নারী নির্যাতন , বৈদেশিক শিক্ষা এবং আমদানী বানিজ্য নিয়ে নিরব । দেশের স্বাধীনতার ও কঙ্কল অস্তীশীল বাংলাদেশের জন্য কারা দায়ী ? কেন বাংলাদেশের বিনিয়োগের পরিবেশ গড়ে উঠে না , আমাদের জনগণকে বিদেশের অন্যের গোলামী করতে ছুটতে হয় ? বিদেশীরা আমাদের নিয়ে পরিহাশ করে দুর্নিতী , অভাবী , অশিক্ষিত বলে আমাদের জনগণকে মাতা নত হয়ে থাকতে হয় এটা কি স্বাধীনতা । আমরা যদি পৃথিবীর অন্য কোন দেশের কাছে মাথা নত করে থাকতে হয়ে তবে স্বাধীন কেন । যারা দেশের সাধারণ জনগণকে বিভিন্ন ভাবে হয়রানী করে তার কি স্বাধীনতা বিরোধী নয় । তাদের কারনে দেশের সম্পদ বিদেশে চলে যায় এবং দেশ গরীব রয়ে যায় । অপরের দোষ সবাই দেখতে পায় কিন্তু নিজের দোহ কজনে দেখে । স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন এ কথা সবাই জানে কিন্তু মানে কজন । অমার মতে সকল দুর্নিতীবাজ স্বাধীনতা বিরোধী কারন তাদের কারনে দেশ স্বাধীনতার সুফল থেকে বঞ্চিত ।

Comments

Popular posts from this blog

Freedom

Tenants Association