৪২ বৎসর আগের দেশেটির বাজ্যিক পরিবর্তন হলেও সার্বিক ভাবে অবনতি হচ্ছে প্রতিদিন এবং নির্ভরশীল ও জিম্মি বিদেশী শক্তি এবং তাদের প্রতিনিধি রাজনৈতিক শক্তিগুলোর কারে যারা বিদেশী অর্থে ক্ষমতা ধরে রাখার বা ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে যাদের জনগণের প্রয়োজনীতার কথা মাথায় থাকে না থাকে না চিন্তা জনগণের অধিকার সম্মন্ধে তবুও দেশে চলছে । চাটার দল চাটিয়ে খাচ্ছে , আর কম্বল চুরি যাচ্ছে আর দেশ তলাবিহীন ঝড়িতে রুপান্তর হচ্ছে । যেখানে রক্ষক হয় ভক্ষক সেখানে ঝুড়ির তলা জোড়া দেবার লোক কথায় । তবুও অামরা শান্তিপ্রীয় জনগণ নীরব বুঝিনি কেন আমাদের নিজস্ব অর্থে কেন গাড়ী বা সম্পদ ভাংচুরের স্বীকারহবে অথবা আমাদের দেশের নিরীহ পথিক আততায়ীর গুলিতে বা পুলিশে বুলেটের স্বীকার হবে অথবা শিক্ষাগঙ্গনে সন্ত্রাস থাকবে, থাকবে রাজনীতি । রাজনীতিবীদরা কি ছাত্রদের ভরন পোষনের দায়িত্ত নিচ্ছে বা শিশু থেকে যুবকের গড়ে ওঠার অংশীদার হচ্ছে তবুও রাজনীতিবীদদের ভাষ্য ১৬ কোঠী মানুষ তাদের অধীন্ত কর্মচারী মাত্র । যদি প্রত্যেক জনগণ তাদের জন্য কাজ করে তবে এতো বিরোধীতা কেন, কেন মৃত্য, সংঘাত ও হয়রানী এবং এতো খুনী ও ঘুষ খোর বা সন্ত্রাসী তারাও তাদের দলের সদস্য বটে কিন্তু এদের শাসন করার বা দমন করার যোগ্যতা কি তাদের নাই। সবাই যখন তাদের দলের সদস্য তবে কেন দেশে খন, ঘুস বা সন্ত্রাসের রাজত্ত থাকেবে তবে কি তারা ব্যার্থ নয় । বলার আগে ভেবে দেখার প্রয়োজন অনেক ।

Comments

Popular posts from this blog