দেশী প্রযুক্তি ব্যবহারে উৎপাদিন নছিমন , কমিমন ও ভটটির কারিগরী উন্নয়ন না করে বার বার বন্ধ করার উদ্যোগ কেন । এ সকল যানবাহন কিছু দুর্ঘটনার কারন হলেও এর দারা বহু পরিবার অর্থের মুখ দেখতে পায় এবং বেকার সমস্যা সমাধান হচ্ছে পাশাপাশি দেশের উচ্চশিক্ষিত শিল্পপতিরা যা করতে পারেনি তা তারা করে দেখিয়েছেন । এর দারা অর্থিক পাচার কম হচ্ছে এবং কিছু মানুষের জীবনে স্বচ্ছলতা আসছে যা হতে পারে উন্নয়নের একটি ধাপ কিন্তু বার বার একে বন্ধ করার নির্দেশ দেওয়ার কার স্বার্থে তা কি আমদানীকারক বা বিদেশী কোম্পানীগুলো লাভবান করার উদ্দেশ্য নয়। দেখা যায় একটি টেম্পো আমদানী খরচ ও অন্যান্য খরচ পরিশোধ করতে যে টাকা খরচ হয় তার অনেক কমে দেশে এ সকল যান উৎপাদন হয় কিছু কারিগরী উন্নয়ন সহযোগীতা পেলেও এর আরো যুগোপোযোগী উন্নয়ন করা সম্ভব বলে আমার ধারনা । এছাড়া বিদেশ থেকে শুধু মাত্র পুরাতন বা নতুন ইঞ্জিন আমদানী করে এদেশের যানবাহন ব্যবস্থাকে উন্নয়নে সরকারী ও বেসরকারী সহযোগীতা প্রযুক্তি উন্নয়নে সহায়তা করবে বলে আমার ধারনা যা বিপুল পরিমান অর্থ পাচার হতে আমাদের রক্ষা করতে সহায়তা করবে । এ বিষয়ে সরকার এবং অন্যান্য সংস্থাকে পুনরায় ভেবে দেখা অতীব প্রয়োজন কারন এ শিল্পের উন্নয়ন যোগাযোগ বাবস্থাকে সফল করে এবং অর্থ পাচার কমিয়ে আনবে ।

Comments

Popular posts from this blog