এ ঘুমন্ত জাতি নিজের অধিকার সম্মন্ধে জ্ঞাত নন তাই অনেকে স্বাভাবিক কাজকে জটিল করে তুলে হয়রানী করে জনগণের থেকে হাতিয়ে নিচ্ছে অবৈধ অর্থ অথচ এদের মধ্যে অনেকে নিজেকে স্বাধীনতার সৈনিক বলে দাবী করতে দ্বিধা করে না । জনগণের নাগরিক অধিকার বলে যা প্রয়োজন তা জনগণ পায় না অথচ সরকার এবং সচিবরা তাদের কাজে গাফিলতি থাকা স্বত্তেও বেতন সহ অন্যান্য সুবিধা ভোগ করছেন কিন্তু গণতন্ত্র মানুষের জন্য হলেও তাদের চাকুরীচ্যুত করার অধিকার হারিয়ে ফেলেছে অথবা ভয়পাচ্ছে জীবন রক্ষা করার বা অস্তিত্ত রক্ষায় কিন্তু আমরা গণতন্ত্রে বিস্বাসী ও স্বাধীন জাতি হিসাবে প্রতিষ্ঠিত এবং মাটিকে মায়ের ভুমিকায় দেখি । আমাদের মা মাটি দেশ বিদেশী পন্যে সাফল্য বিস্তার করছে লুট হয়ে যায় দেশের অর্থ তবুও আমরা দেশ প্রেমিক । দেশকে এতোই ভালো বাসি দেশের কোন পন্যকে ভালো বলে মানতে নারাজ অথচ বিদেশেী পন্যকে আপন করে নিশ্ছি এবং দেশীয় পন্যের উন্নয়নের কথা না ভেবেই সরাসরি বর্জন বা তুচছ করছি । আর নিজের প্রয়োজনীয় কাজের জন্য ঘুষ দিচ্ছি বা অথিরিক্ত অর্থ পদান করতে বাধ্য হচ্ছি । অথচ সরকার আমাদের কাজ থেকে সকল সুবিধা জন্য টাকা নিচ্ছে এবং সেই টাকায় তাদের বেতন দিচ্ছে তারপরও আমাদের অর্থ প্রেরনে বাধ্য করা বা উৎকোচ নেয় । সাবিক ভাবে গণতন্ত্র ব্যার্থ হচ্ছে জনগণের অধিকার প্রতিষ্ঠিত করতে ।

Comments

Popular posts from this blog