৬ বৎসরের শিশুকে ধর্ষন করে যারা তারা কি মানব সম্প্রদায়ের কেউ হতে পারে আমার তো মনে হয় না বিকৃগ্রস্ত সব মানুষ কি হচ্ছে দেশে সমাজ কি থাকবে না । মিডিয়া আমদের কি দিচ্ছে অার কি শিক্ষা ও সমাজ মানুষ কি মানুষত্তবোধ হারিয়ে ফেলছে দিন দিন । এ কেমন খরব শুনি প্রতি দিন । বাবা ধর্ষন করে মেয়েকে , ভাই ধর্ষন করে বোনকে । মা সম্পর্ক করে ছেলের সাথে । মা সম্পর্ক করে ছেলের বন্ধুর সাথে তাও নাবালক । শিক্ষিকা সম্পর্ক করে নাবালক ছাত্রের সাথে । কতটুকু সত্যি জানিনা কিন্তু কিছুটা হয়ত সত্যি বটে তা নায় খবরে প্রকাশ সব মিথ্য কেমন করে ভাবি প্রতিদিন যেমন প্রকাশ হয় মিথ্যর প্রতিবাদ তো হয় না । বিশ্ববিদ্যালয় হলে সুয়ারেজে পাওয়া যায় নাবাগত কি চলছে বুঝা উপায় নেই বলার ভাষাই নেই ।

Comments

Popular posts from this blog

Freedom

Tenants Association