Lear for earnঢাকার বিশ্ববিদ্যালয় পর্যায়ের ছাত্র-ছাত্রীদের জন্য সু-খবর! “নীরব ঘাতক ফরমালিন, প্রতিরোধে অংশ নিন” ঢাকা মেট্রোপলিটন পুলিশের চলমান ফরমালিন বিরোধী অভিযানকে অচিরেই স্থায়ী কাঠামোতে রূপান্তরের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ঢাকার ২৩৪ টি বাজারে স্থায়ীভাবে ০১ টি করে ফরমালিন পরীক্ষার বুথ প্রতিষ্ঠা করবে। বুথগুলোতে ফরমালিন পরীক্ষা করার জন্য উচ্চতর পর্যায়ে অধ্যয়নরত ছাত্র-ছাত্রীদেরকে সম্পৃক্ত করতে চায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ। সংশ্লিষ্ট এলাকায় অধ্যয়নরত বা বসবাসরত বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা এখানে খন্ডকালীন কাজের সুযোগ গ্রহণ করে পড়াশুনার পাশাপাশি যৎসামান্য আয় করতে পারবেন। এক্ষেত্রে প্রতিটি বুথের জন্য ০৪ জনের একটি টিম গঠন করতে হবে। টিমের সদস্যগণ প্রত্যহ নিয়মিত বাজার চলাকালীন পর্যায়ক্রমে দায়িত্ব পালন করবেন। আগ্রহী ছাত্র-ছাত্রীরা টিম গঠন করে টিমের সকল সদস্যের নামসহ একটি আবেদন এবং প্রত্যেকের ২ কপি ছবি, শিক্ষা প্রতিষ্ঠানের নামসহ পূর্ণ বায়োডাটা নিম্নোক্ত ঠিকানায় সরাসরি বা ই-মেইলের মাধ্যমে ২০/০৭/১৪ তারিখের মধ্যে প্রেরণ করার জন্য অনুরোধ করা হলো। আবেদনপত্র পাঠানোর ঠিকানা: ডিএমপি মিডিয়া সেন্টার ৩৬, মিন্টো রোড, রমনা, ঢাকা। ফোন: ০১৭১১-৬০৫১৪৫, ০১৭১৩-৩৯৮৭৬০ ০১৭১৩-৩৯৮৭৫৮ ই-মেইল: dmpmedia@dmp.gov.bd dmpmediacell@gmail.com Source:Dhaka Metropolitan Police

Comments

Popular posts from this blog