Lear for earnরিক্সা চালক শ্রম ঘন্টা অপচয় করেনা বরং অলস করে তুলছে বিশাল একটি জনগোষ্ঠীকে । এতে দেশ হারাচ্ছে কৃষি ফসল এবং জাতি আমদানী নির্ভর হয়ে পড়েছে। রিক্সার দ্বারা সৃষ্ট যানজটের কারনে হাজার হাজার কর্মঘন্টা নষ্ট হচ্ছে যেমন বড় বড় প্রইভেট কার এক জনের জন্য বিশাল রাস্তা দখল করে রাখে । জন প্রতি প্রাইভেট কারের বদলে স্কুটি অনেক বেশী সাফল্য । কেয়ার এন জি ও তে আগে ৫০ সি সি হোন্ডা চালাত মেয়ে বা মহিলারা বর্তমানে কিছু মহিলা ও মেয়ে ঢাকার রাস্তায় স্কুটি নিয়ে সচ্ছন্দে চলাফেরা করে । শহরের বৃহ্য জনগোষ্ঠীর জন্য জন্য স্কুটির ব্যবস্থা থাকলে তৃতীয় কারো প্রতি নির্ভরশীলতা যেমন কমে আসবে তেমনি কমে যাব যানজট এতে রাস্তা অন্য কোন ব্যবস্থার প্রয়োনীয়তা নাই বলে আমার মনে হয় । ঢাকার রাস্তার জন্য প্রতিটি স্বচ্ছ পরিবারের জন্য ছোট বাহন হিসাবে স্কুটির প্রয়োজনীয়তা সাফল্য দিবে যা অন্য কিছুতে দিতে পারবে না এবং গ্রামের কৃষি শ্রমিকে ঘাটতি কমে আসবে সাথ অন্যান্য শষ্যে বা ফলাদি গাছের প্রতি ভাল প্রশিক্ষনের মাধ্যমে রপ্তানীতে সাফল্য বাড়বে যা দেশের বৈদেশিক অর্থ আশার স্বম্ভাবনা প্রচুর । দেশীয় হরেক রকম মসলার চাহিদা ইউরোপের দেশ সমু...
Posts
Showing posts from August, 2015